ভোট এলেই উপহারের ঢালি হাতে মাঠে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সামনেই ৫ রাজ্যে নির্বাচন, তারপর দেশের লোকসভা নির্বাচন(Parliament Election)। এমন অবস্থায় আরও একবার চেনা রূপে ধরা দিলেন মোদি। ছত্তিশগড়ে(Chattishgar) ভোট প্রচারে গিয়ে জনসভা থেকেই মোদি ঘোষণা করে দিলেন, আগামী পাঁচ বছরও বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী।
শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী বললেন, “আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” অর্থাৎ কোভিডকালে কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চলবে ২০২৯ সাল পর্যন্ত।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিড (COVID-19) মহামারীর সময় থেকে গোটা দেশে বিনামূল্যে রেশন বণ্টন প্রকল্প শুরু করে কেন্দ্র। প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। প্রথমে এই প্রকল্প চালু করা হয় মাস ছয়েকের জন্য। কোভিড পরবর্তীকালে দফায় দফায় সেটা বাড়ানো হয়। এখনও এই প্রকল্প চলছে। প্রধানমন্ত্রী এবার জানিয়ে দিলেন, আগামী পাঁচ বছরও এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।