মধ্যরাতে দিল্লিতে ভূমিক.ম্প! কেঁ.পে উঠল কলকাতাও

0
1

ঘড়ির কাঁটায় রাত ১১:৪০ মিনিট। আচমকাই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪ (Earthquake of Magnitude:6.4)। কম্পনের তীব্রতা অনুভূত হল কলকাতাতেও (Tremor)। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন শহরবাসী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও কম্পনের উৎসস্থল ছিল নেপাল (Nepal)।

লখনৌ থেকে ২৫৩ কিলোমিটার এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। দিল্লির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ রাজ্যে আতঙ্ক তৈরি হয়। বিহারের পাটনায় তীব্র কম্পন অনুভূত হতেই রাস্তায় লোকজন বেরিয়ে পড়েন। ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে বিছানা সবকিছুই দুলতে থাকে বলে সেখানকার মানুষ জানাচ্ছেন। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। নয়ডার বিভিন্ন বহুতলগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টের পেয়েছেন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও। হঠাৎ করেই টিভি সহ ঘরের আসবাবপত্র নড়ে উঠতে দেখে মৃদু কম্পন অনুভব করেন শহরবাসী। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।