শুক্রবার গভীর রাতে আচমকাই শারীরিক অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)। প্রবীণ অভিনেতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। মধ্যরাতে আচমকার সুগার ফল করায় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন দীপঙ্কর, বলছেন দোলন রায় (Dolon Roy)।

হাসপাতাল সূত্রে খবর আপাতত সুস্থই আছেন অভিনেতা। সময়মতো ভর্তি করায় ঝুঁকি এড়ানো গেছে। শুটিং এর ব্যস্ততার মাঝেই দোলন চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলে অভিনেতার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছেন। কিছুদিন আগেই কন্যা বিয়োগ হয় দীপঙ্করের। তারপর থেকেই মানসিকভাবে তিনি ভেঙে পড়েন তিনি। এছাড়াও বার্ধক্য জনিত কিছু সমস্যা থাকলেও অভিনেত্রী বলছেন খুব দ্রুতই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন দীপঙ্কর দে (Dipankar Dey)।






































































































































