সম্প্রতি, তাঁর পায়ের সঠিক চিকিৎসা হয়নি বলেই “অভিযোগ” করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোন হাসপাতাল বা কোন চিকিৎসকের জন্য তা হয়েছে, সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। অসমর্থিত সূত্রে খবর, এবার মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে চেয়ে স্বাস্থ্য দফতরে আরটিআই-এর চিঠি দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর চিকিৎসার সঙ্গে কোন কোন চিকিৎসক যুক্ত ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, স্পেন ও দুবাই সফর সেরে থেকে ফেরার পর পায়ে ব্যথায় ভুগছিলেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম-এ গিয়েছিলেন চিকিৎসার জন্য। পুজোর আগে চিকিৎসকদের পরামর্শে কয়েক সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। এরপর নবান্নে ফিরে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, “ভুল চিকিৎসার জন্য সেপসিসের মতো হয়ে গিয়েছিল।”
মুখ্যমন্ত্রীর কোন হাসপাতালে চিকিৎসা হয়েছে কোন কোন চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয়েছিল? তা জানতে চেয়েই আরটিআই-এর চিঠি জমা পড়েছে স্বাস্থ্য দফতরে।







































































































































