মহারাষ্ট্রের ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত ৭, নিখোঁজ ৫ জন

0
3

মহারাষ্ট্রের এক ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কারখানার মধ্যেই আগুনে পড়ে মৃত্যু হল ৭ জনের। এই ঘটনার পর নিখোঁজ এখনও ৫ জন। শুক্রবার মহারাষ্ট্রের রায়গড় জেলায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) এক আধিকারিক এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ব্লু জেট হেলথকেয়ারে নামক একটি সংস্থার কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। এরপরই ব্যাপক আগুন লাগে কারখানায়। ঘটনার পরপর খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশে। কিছুক্ষনের মধ্যেই সেখানে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। যদিও আগুন আরও বেড়ে যাওয়ায় শনিবার সকালে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে। কারখানার কর্মকর্তারা এ বিষয়ে জানান, কারখানায় বিস্ফোরণের পর ব্যপক আগুন লাগে। আর ঠিক তার পরেই, রাসায়নিকযুক্ত ব্যারেলগুলিতে বিপজ্জনকভাবে বিস্ফোরণ হয়। এই অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংস্থাটির তরফে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণের সময় কারখানার মধ্যেই ছিলেন বেশ কয়েকজন কর্মী। আগুনে ঝলসে প্রাণ গিয়েছে তাঁদের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজও হয়ে গিয়েছেন কয়েকজন শ্রমিক। তাদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালেও জারি রয়েছে উদ্ধারকাজ।