যোগীরাজ্যে ৬৫ আসনে একাই লড়বে দল! কংগ্রেসকে সবক শেখাতে নয়া চাল অখিলেশের

0
1

কংগ্রেসের (Congress) হাত ধরে নির্বাচনী বৈতরণী পার করতে চাইলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) যোগীরাজ্য উত্তরপ্রদেশের ৬৫ আসনে একা লড়ার কথা ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। পাশাপাশি বাকি আসন ইন্ডিয়া জোটের (INDIA) শরিকদের মধ্যে ভাগ করে দেবেন বলে সাফ জানিয়েছেন তিনি। তবে বিতর্কের সূত্রপাত মধ্যপ্রদেশ নির্বাচনকে কেন্দ্র করেই। সময় যত গড়াচ্ছে সেই বিবাদই যেন প্রকট হচ্ছে। আর অখিলেশের এমন ঘোষণায় রেগে লাল কংগ্রেস শিবির।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ নির্বাচনে আসন নিয়ে কোনও সমঝোতা না হওয়ার কারণে কংগ্রেসের উপর বেজায় ক্ষুব্ধ হন সমাজবাদী পার্টির প্রধান। এরপরই ঘনিষ্ঠ মহলে অখিলেশ জানিয়েছেন, কংগ্রেস মর্জিমতো দাদাগিরি করছে। অখিলেশ আরও জানান, মধ্যপ্রদেশে মাত্র ৬টি আসনে লড়তে চেয়েছিলেন অখিলেশ। কিন্তু কমল নাথ সেই ৬টি আসনও তাঁকে ছাড়তে রাজি হননি। উল্টে অখিলশকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। আর এমন ঘটনার জেরেই জোট ভেঙে যায় মধ্যপ্রদেশে। পাশাপাশি রাজস্থানেও কোনও ছোট দলকে আসন ছাড়েনি হাত শিবির। আর কংগ্রেসের এমন সিদ্ধান্তেই চটে যান অখিলেশ। এরপরই কংগ্রেসকে সবক শেখাতে অখিলেশ ঘোষণা করেন ২০২৪ লোকসভা নির্বাচনে উত্তপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৬৫টিতে লড়বে সমাজবাদী পার্টি। বাকি ১৫টি আসন ভাগ করে দেওয়া হবে ইন্ডিয়া জোটের মধ্যে। তবে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে আসন ভাগ করতে হলে কংগ্রেসের ভাগ্যে মেরেকেটে ৫-৭টি আসন জুটতে পারে বলে খবর।

তবে অখিলেশের এমন ঘোষণায় স্বভাবতই ক্ষুব্ধ কংগ্রেস। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই জানান, এখনও আসন সমঝোতা নিয়ে আলোচনার সময় আসেনি। আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বেজায় ব্যস্ত কংগ্রেসের হাইকম্যান্ড। আর সেকারণেই নির্বাচন মিটলে আলোচনা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।