ফের বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশে দলিত মহিলাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়ঙ্কর ঘটনা বান্দার একটি গ্রামের। সেখানে ৪০ বছরের এক দলিত মহিলাকে তিন দুষ্কৃতী নির্মমভাবে হত্যা করার পর দেহ তিন টুকরো করে।
জানা গিয়েছে, স্থানীয় ব্যবসায়ী রাজকুমার শুক্লার আটার মিল পরিষ্কার করতে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর মেয়ের বয়স ২০ বছর। সে বাড়িতে ফিরে এসে দেখে ঘর তালাবদ্ধ। অবশেষে দরজা খুললে সে নিজের মায়ের বিকৃত দেহের বিভীষিকাময় দৃশ্য দেখে পুলিশকে ফোন করে।
পুলিশ সূত্রে খবর, রাজকুমার শুক্লা, তার ভাই বাউয়া শুক্লা এবং রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনজনই পলাতক। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার জন্য যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের নিন্দায় সরব হয়েছেন।
অখিলেশ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, দলিত মহিলার ধর্ষণ ও হত্যার খবর হৃদয়বিদারক। উত্তরপ্রদেশের মহিলারা ভীত ও ক্ষুব্ধ। তিনি আরও একটি ঘটনার উল্লেখ করেছেন যেখানে আইআইটি-বিএইচইউ-এর এক মহিলা ছাত্রীর জামা খুলে নেওয়া হয় এবং শ্লীলতাহানির পর তাঁর ছবি তোলা হয়েছিল।
তিনি বলেছিলেন যে এই ঘটনাটি উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার পতনের ছবি দেখিয়েছে এবং বিজেপির জিরো টলারেন্সের মিথ্যা দাবিকে সকলের সামনে প্রকাশ করেছে।





































































































































