‘রিলস’ বানানো যাবে না চলন্ত ট্রেনে! জারি নি.ষেধাজ্ঞা, করা হবে জ.রিমানাও

0
1

বিপদ এড়াতে এবার চলন্ত ট্রেনে মোবাইল থেকে রিলস বানানোয় নিষেধাজ্ঞা জারি করল রেল। নিষেধ না মানলে জরিমানার কোপে পড়তে হবে যাত্রীদের। এতদিন চলন্ত ট্রেনে রিলস বানানো দেখলে সতর্ক করে ছেড়ে দেওয়া হত। এবার জরিমানা চালু করল রেল। জরিমানার পরিমাণ ২০০ থেকে ৫০০ টাকা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রের খবর।

জানা গিয়েছে, ইউটিউবে রিলসের দৃশ্য আপলোড করে রোজগার বাড়াতে শুধু যুবক-যুবতীরাই নয়, বেশি বয়সিরাও জীবনের ঝুঁকি নিয়েও রিলস বানাচ্ছেন। কারণ ঝুঁকিপূর্ণ রিলসের ‘ভিউয়ার্স’ অনেক বেশি। এর জন্য চলন্ত ট্রেনের গেট থেকে ঝুলে বা ট্রেনের সামনে দাঁড়িয়ে রিলস তৈরির প্রবণতা বেড়েছে। আবার কামরার মধ্যে রিলস মেকারদের দৌরাত্ম্যে অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হওয়ারও অভিযোগ উঠছে। রিলস তৈরির প্রতিবাদ করলেই দুর্ব্যবহার করছেন রিলস মেকাররা। এইসব কারণেই রেল কর্তৃপক্ষের চলন্ত ট্রেনে রিলস তৈরিতে রাশ টানার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুন- নতুন দুই জাতীয় সড়কের জন্য প্রস্তুতি তুঙ্গে রাজ্যের