প্রস্তাবিত নতুন দুই জাতীয় সড়ক নিয়ে তৎপরতা শুরু রাজ্যের। কলকাতা-বারাণসী ও খড়গপুর-মোড়গ্রাম জাতীয় সড়ক তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ করতে প্রকল্পের ব্লু প্রিন্ট নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক করলেন মুখ্যসচিব। জমি অধিগ্রহণ, জমিদাতাদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের দেওয়ার প্রস্তুতির জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন মুখ্যসচিব।
এই দুই জাতীয় সড়ক যে এলাকা দিয়ে যাবে, তার বেশিরভাগই ফাঁকা জমি। তবে কিছুটা অংশ বসতির মধ্যে দিয়ে যাবে। আর তার জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন। তারই প্রস্তুতি হিসেবে এদিন একাধিক নির্দেশ দিলেন মুখ্যসচিব। এছাড়া এদিনের বৈঠকে অন্যান্য জাতীয় সড়কের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন- যোগীরাজ্যে ৬৫ আসনে একাই লড়বে দল! কংগ্রেসকে সবক শেখাতে নয়া চাল অখিলেশের