ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার (Ind vs SA) ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা। ক্রিকেটের নন্দনকাননে চলতি বিশ্বকাপে (CWC 2023) প্রথমবারের জন্য খেলতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই লিগ টেবিলের শীর্ষে রোহিত ব্রিগেড। শহরে এসেছে দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা। তবে এসবের মধ্যেও বারবার করে জোরালো হচ্ছে টিকিটের কালোবাজারি নিয়ে অভিযোগ। রবিবার ইডেন গার্ডেন্সে উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। গোটা বিষয়টি জানার পর তিনি বলেন, এতে সিএবির (CAB) কিছু করার নেই কারণ সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে বিসিসিআই থেকে। এরই মাঝে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বিধায়কদের টিকিট না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly)। CAB সভাপতি নিজের স্পিকারের সঙ্গে দেখা করেন বলেও খবর। এরপর বৃহস্পতিবারই ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট পাঠিয়ে দেওয়া হয় বিধানসভায়।


আগামী রবিবার অর্থাৎ ৫ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের। হাইভোল্টেজ অতিথি থেকে শুরু করে বিধায়কদের জন্যও টিকিট পাঠিয়ে দেওয়া হয়। স্পিকারে নির্দেশেই সেই টিকিট যায় বিধানসভার সচিব সুকুমার রায়ের কাছে। তিনি সেই টিকিট পাঠিয়ে দেন বিধানসভার TA DA সেকশনে। রাজ্যের বিধায়কেরা নিজেরা এসে অথবা তাঁদের স্বাক্ষর করা চিঠি নিয়ে এসে তাঁদের টিকিট তুলে নিয়ে পারবেন বিধায়কের প্রতিনিধি। আজ সকাল থেকেই টিকিট সংগ্রহ করা শুরু হয়েছে বলে বিধানসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে। CAB-কে ধন্যবাদ জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।






































































































































