ইডেনে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল, সভানেত্রীর নির্দেশে ইন্ডোরে পিছল তৃণমূলের বৈঠক

0
10

ক্রিকেটের নন্দন কাননে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল (World Cup Cricket 2023)। সেই কারণে ১৬ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-সহ পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠক পিছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, তৃণমূল নেত্রীর যে বৈঠকের কথা ছিল, সেটা ১৬ নভেম্বরের বদলে ২৩ নভেম্বর হবে।

একশো দিনের কাজের বকেয়া ফেরানোর দাবিতে বৃহত্তর আন্দোলনের নামার হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকের মুখোমুখি হয়ে মমতা ঘোষণা করেন, ১৬ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-সহ পঞ্চায়েতের সবাইকে নিয়ে বৈঠক হবে। তার মধ্যে যদি কেন্দ্র বাংলার বকেয়া না দেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো। মমতার হুঙ্কার, “১৬ নভেম্বর আমরা নেতাজি ইনডোরে সব পঞ্চায়েত, পুরসভা, গ্রাম সভা, জেলা পরিষদ, ব্লক সভাপতি, সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছি। সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব। টাকা না দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে।”

এদিকে, এই মুহূর্তে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ১৬ নভেম্বর সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি হবে ইডেন গার্ডেনে (Eden Gardens)। ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা মহানগরে। বাইরে থেকেও বহু দর্শকদের আসার সম্ভাবনা। ক্রিকেটের নন্দনকাননে এই উন্মাদনা আঁচ করেই ওই দিন ঘোষিত বৈঠক পিছিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।