ফের বিপাকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। বৃহস্পতিবার কাঁথি থানায় তলব করা হয়েছে তৎকালীন পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। সারদা দুর্নীতির ফাইল লোপাটের মামলায় নাম রয়েছে সৌমেন্দুর। সেই কারণেই এদিন দুপুর ১২টায় কাঁথি সৌমন্দুকে হাজিরা নেওয়ার নোটিশ ধরানো হয়। পুলিশ সূত্রে খবর, ফাইল লোপাট মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।
তবে এই প্রথম নয়, ফাইল লোপাট কাণ্ডে সৌমেন্দুর বিরুদ্ধে আগেও একাধিকবার তলব করা হয়েছে। দীর্ঘ প্রায় ৮ মাস পর তাঁকে ফের তলব করা হয়েছে। সৌমেন্দুকে তলব করায় স্বভাবতই অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পরিবার। কারণ সারদা দুর্নীতিতে সৌমেন্দুর জড়িত থাকার ব্যাপারে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয় দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে গতবছর অক্টোবরে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ। তারপর ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবছর মার্চ মাসে। এরপর ফের তলব।