দক্ষিণ কলকাতার রাসবিহারীর (Rasbihari) একটি বাড়িতে আগুন! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতা পুরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের নেপাল ভট্টাচার্য ফার্স্ট লেন। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে সাড়ে ৭টা ৪০ মিনিট নাগাদ একটি বাড়ির তিনতলায় ভয়াবহ আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিলেন স্বামী, স্ত্রী ও গৃহবধূর মা ও দু’টি পোষ্য। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল বলে দমকলের আধিকারিকরা জানিয়েছেন।

বাড়ির কর্তা অভিষেক বোসের নজরে প্রথম আগুন লাগার বিষয়টি আসে। তিনি বাইরে বেরিয়ে দেখেন দাউদাউ করে আগুন বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে স্ত্রী এবং শাশুড়িকে দুই পোষ্য-সহ বাইরে বের করে নিয়ে আসেন। অন্যদিকে, অভিষেক বোসের স্ত্রী চন্দ্রিমা বোস জানান, বুধবার কাটোয়ায় মামারবাড়ি গিয়েছিলাম। বাবা আমাদের দুই পোষ্যকে নিয়ে বাড়িতেই ছিল। বিকেলের মধ্যে ফিরে আসি। এরপর বিকেলে দোতলায় বসেছিলাম। আচমকা কেমন একটা সন্দেহ হল। আমি আমার স্বামীকে বলি একবার উপরে গিয়ে দেখতে। সঙ্গে সঙ্গে ও গিয়ে দেখে উপরের ঘরে আগুন লেগেছে। ঘর দাউ দাউ করে জ্বলছে। এরপরই ও মেইন সুইচটা বন্ধ করে দেয়।










































































































































