৪৮ ঘণ্টার মধ্যেই বৃষ্টি! আগামী সপ্তাহেই পড়বে শীত, জানাল হাওয়া অফিস

0
1

নভেম্বরের গোড়া থেকেই পারদ ঊর্ধ্বমুখী হলেও এবার শীত নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলে আগামিকাল ও পরশু হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। এরপরই সামান্য হলেও শীতের কামড় অনুভব করতে শুরু করবেন দক্ষিণবঙ্গবাসী।

ভোর রাতে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই আর্দ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার মানুষ। আগামিকাল থেকে হালকা বৃষ্টিতে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। শনি ও রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে শীতের হাওয়া জাঁকিয়ে বসতে পারে। সপ্তাহান্তে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা – দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে।