কলকাতা (Kolkata) বরাবরই তাঁর কাছে প্রিয় শহর। কলকাতার সংস্কৃতির পাশাপাশি দিদিকেও তিনি ভালোবাসেন। তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata Film Festival) থেকে ছবির প্রচার, কলকাতা বরাবরই প্রিয় কিং খানের কাছে। বৃহস্পতিবার তাঁর জন্মদিন। তাই দিদি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাইকে শুভেচ্ছা জানাবেন না তা আবার হয় নাকি? তবে শুধু মমতাই নন এদিন শাহরুখকে শুছেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হ্যান্ডেলে শাহরুখের ছবি কোলাজ করে শেয়ার করা হয়েছে। সেখানেই শাহরুখকে শুছেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ৫৮ বছরে পা দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। বুধবার রাত থেকেই ‘মন্নত’-এর বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। বুধবার রাত ১২টা বাজতেই মন্নতের বারান্দা থেকে দেখা দেন শাহরুখ। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, তাঁর সেই চেনা ভঙ্গিতে ফিরিয়ে দেন অসংখ্য ভক্তের ভালবাসা। তবে বুধবারের পরও বৃহস্পতিবার সকাল থেকেই মন্নতের সামনে ভক্তদের লম্বা লাইন। আর যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মুম্বাই পুলিশকে।










































































































































