গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের। বুধবার এই বোমা হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের আধিকারিকের তরফে জানানো হয়েছে, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় এই ধরণের হামলা যুদ্ধাপরাধের সামিল। অন্যদিকে হামাসের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জবালিয়া শরণার্থী শিবিরে পরপর দু’দিনে দ্বিতীয়বার হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় একাধিক বাসভবন ভেঙে পড়েছে মৃত্যু হয়েছে বহু মানুষের। তবে কত জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো কোনও পক্ষের তরফে।

এই হামলার কথা স্বীকার করে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিমানের সহায়তায় গাজায় এই হামলা চালানো হয়েছে। কারণ ওই এলাকায় একটি কমপ্লেক্সে একাধিক হামাস কম্যান্ডারের লুকিয়ে থাকার খবর ছিল। এই হামলায় অসংখ্য হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের তরফে ইজরায়েলের হামলায় মৃত্যু হয় ১৪০০ জনের। যাদের মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। এরপর পাল্টা হামলায় এখনও পর্যন্ত গাজার অন্তত ১১ হাজারের বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। গাজার স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, এই হামলায় এখনও পর্যন্ত ৮,৭৯৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা।







































































































































