রেশনে ওজন কা.রচুপি রুখতে ই-ওয়েট মেশিন চালু করছে রাজ্য!

0
1

রেশন দোকানে (Ration Shop) গিয়ে আর জিনিসের ওজন নিয়ে চিন্তা করতে হবে না গ্রাহকদের। প্রত্যেকে যাতে প্রাপ্য পরিমাণ মতো রেশনের জিনিস পান এবং ওজন নিয়ে যাতে কারচুপি না হয় সেই কারণে এবার প্রতিটি রেশন দোকানে ই-ওয়েট মেশিন (E -Weight Machine) বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী ডিসেম্বরের মধ্যেই রাজ্যের কুড়ি হাজার দোকানে এই মেশিন পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। এর ফলে গ্রাহকের প্রাপ্য ওজনের কম জিনিস যদি কোনও রেশন ডিলার দেওয়ার চেষ্টা করেন তাহলে মেশিন থেকে কোন স্লিপ বেরোবে না। পাশাপাশি রেজিস্টার করা নম্বরে মেসেজ যাবে না বলে খাদ্য দফতর সূত্রে খবর।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানিয়েছেন, রেশন দোকানে যাতে ওজনের কারচুপি সংক্রান্ত কোনো অভিযোগ না আসে সেই কারণেই এবার দৃষ্টি দিয়েছে সরকার। প্রতিটি ই-ওয়েট মেশিন ই- পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোন কারচুপি হলে মেশিন থেকে স্লিপ বেরোবে না। এর ফলে সরকার এবং গ্রাহকের কাছে কোন মেসেজ না যাওয়ায় গরমিল সহজেই ধরা যাবে বলে আশা করা হচ্ছে।