গাজায় ফের নি.হত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সে.না!

0
2

গাজায় স্থল অভিযানে গিয়ে  হামাস যোদ্ধাদের হাতে একাধিক ইজরায়েলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু সেনা গুরুতর আহত হয়েছে বলে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত সৈন্যদের তালিকা প্রকাশ করেছে ইজরায়েলি সেনাবাহিনী।

গাজায় মারা যাওয়া ১১ সেনাসহ মৃতের সংখ্যা এখন ৩২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফের নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা। জানা গিয়েছে, হালেল সলোমন নামে ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট দক্ষিণ ইজরায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা। মঙ্গলবার রাতে গাজায় সালা-আল-ডিন সড়কের কিছুটা দূরে হামাস বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।

ডিয়ামোনা শহরের মেয়র বুধবার সলোমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গত ৭ অক্টোবর হামাসের হামলায় মারা গিয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি মহিলা সেনা। এক ভারতীয় বংশোদ্ভূত অসামরিক মহিলাও নিহত হয়েছিলেন ওই হামলায়।ইজরায়েলি সামরিক বাহিনী তাদের ওয়েবসাইটে একটি তালিকার আপডেট করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে তাদের কতজন সেনা নিহত হয়েছে। ওয়েবসাইটটিতে নিহতদের বয়স উল্লেখসহ ছবি পোস্ট করা হয়েছে।