বাজারে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম(Onion price)। দেবীপক্ষের শুরুতেই দামের ঝাঁঝে চোখে জল আসতে শুরু করেছিল বাঙালির। লক্ষ্মীপুজো মিটতে না মিটতেই ফের মহার্ঘ পেয়াঁজ (Onion)। নাসিকের পেঁয়াজের যোগানে সংকট। রাজ্যের স্টকও শেষ হওয়ার মুখে! এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন বাজারে আজ থেকেই অভিযান চালাবেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।
মহালয়া থেকেই পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি ৭০ টাকা হয়ে দাঁড়ায়। তবে সোমবার থেকে তা বেড়ে ৮০ টাকায় পৌঁছেছে। নতুন যে স্টক কলকাতার পাইকারি বাজারে আসার কথা, তার দাম আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এত মহার্ঘ পেঁয়াজ? কেন্দ্র সরকার নাসিকের পেঁয়াজের ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক বাড়িয়েছে। এবার মহারাষ্ট্র নির্বাচনের আগে ভিন রাজ্যে অত্যধিক রফতানি আটকাতে ২ মাস নাসিক পেঁয়াজ মান্ডিতে স্ট্রাইক হয়েছিল। এর মধ্যেই সে রাজ্যে রবি শস্য মরসুমের পেঁয়াজের স্টক প্রায় শেষ। বাংলায় মোট চাহিদার ৩৩ শতাংশ মেটায় সুখ সাগর পেঁয়াজ। তা এখনও রাজ্যের কিষাণ মান্ডিতে পৌঁছায়নি বলেই খবর। তাও রাজ্য সরকার সুফল বাংলায় ৫০ টাকা করে এই আনাজ বিক্রি করছে। কিন্তু খোলা বাজারে কী ভাবে পেঁয়াজের দাম এত বেড়ে গেল তা খতিয়ে দেখতেই টাস্ক ফোর্সের সদস্যরা এবার মাঠে নামছেন।