সাক্ষীদের দ্বারা পুলিশের কাছে দেওয়া বিবৃতি বিচারের সময় প্রমাণ হিসাবে গণ্য করা যাবে না। এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের তরফে আরও জানানো হয়েছে, সাক্ষীর তরফে পুলিশের(Police) কাছে দেওয়া বিবৃতি আদালতে শুনানি চলাকালীন জেরা করার জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রমাণ হিসেবে তা কোনওভাবেই গণ্য হবে না।

গত ৩০ অক্টোবর দেওয়া একটি রায়ে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার একটি বেঞ্চ জানায়, পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বিবৃতি আইনের আদালতে সীমিত প্রযোজ্য। এপ্রসঙ্গে বেঞ্চের ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, “নিঃসন্দেহে ধারা ১৬১ এর অধীনে তদন্তের সময় পুলিশের সামনে দেওয়া বিবৃতি সাক্ষ্য আইনের ১৪৫ ধারার অধীনে ‘পূর্ব বিবৃতি’। তাই একজন সাক্ষীকে শুনানিকালে জেরা করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটি শুধুমাত্র একটি সীমিত উদ্দেশ্যে, সাক্ষীর পূর্ব এবং বর্তমান ভাষ্যের মধ্যে ‘বিরোধিতা’ চিহ্নিত করার জন্য।”










































































































































