জ্ব.লন্ত চি.তা থেকে উদ্ধার তাল তাল টাকার বান্ডিল!

0
2

শ্মশানে চলছে চিতা, আচমকাই নজর গেল মৃতের বালিশের দিকে। সেখান থেকেই উদ্ধার ৫০০ টাকার নোটের বান্ডিল। তাড়াতাড়ি আগুন থেকে টাকা উদ্ধার করার পর দেখা গেল প্রায় ১৬ হাজার টাকার বেশিরভাগটাই পুড়ে গেছে। আর এই আধপোড়া টাকা নিয়েই বিপাকে ঘোজাডাঙ্গার বাসিন্দা ষাট বছরের মৃত নিমাই সর্দারের পরিবার। ছেলে পঞ্চানন সর্দার জানিয়েছেন, গত রবিবার তাঁর বাবা মারা যান। নিয়ম মেনে সৎকারের ব্যবস্থা করা হয়। আচমকাই চিতার আগুনের মধ্যে থেকে উদ্ধার হয় এই টাকা।

সূত্র বলছে, মৃতের ব্যবহারের বিছানার চাদর এবং তাঁর সঙ্গে বালিশটাও চিতার আগুনে দেওয়া হয়৷ কিছু সময় পরে পুড়ে যাওয়া বালিশের মধ্যে একটি ব্যাগ দেখতে পাওয়া যায়।সেই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় টাকার বান্ডিল। মৃতের পরিবারের সদস্যরা অনুমান করছেন যে, ভ্যান চালক নিমাই বাবু সকলের অজান্তে এভাবেই তাঁর রোজগার সঞ্চয় করছিলেন।আধপোড়া ১৬ হাজার টাকা থেকে যেটুকু উদ্ধার করা গেছে তার ভিত্তিতে হাবড়ার এক ব্যক্তি ৭ হাজার ১৫০ টাকা তুলে দিলেন মৃতের ছেলে পঞ্চানন সর্দারের হাতে৷