বাগুইআটিতে চলন্ত ক্যাবে আ.গুন! 

0
3

অল্পের জন্য রক্ষা পেলেন তিন যাত্রী। বাগুইআটি থেকে এয়ারপোর্টের (Baguiati to airport) দিকে যাওয়ার সময় চলন্ত ক্যাবে (Running Cab) আচমকাই আগুন লেগে যায়। কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা ভিআইপি রোডে (VIP Road) ভর সন্ধেবেলায় এমন কাণ্ড ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এয়ারপোর্টগামী একটি ক্যাব বাগুইআটি জোড়া মন্দিরের কাছে পৌঁছতেই আচমকা সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক ও যাত্রীরা তড়িঘড়ি বেরিয়ে আসতে না আসতেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।