স্বাস্থ্য পরীক্ষার পর ফের সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়, আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা!

0
1

স্বাস্থ্য পরীক্ষার পর বুধবারই জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ফিরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পাশাপাশি এদিনও ইডির তলবে পঞ্চমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অমিত দে। রেশন বণ্টন মামলায় তদন্তে অগ্রগতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে কার হাত রয়েছে? কারা কারা রেশন বণ্টন মামলায় লাভবান হয়েছেন? জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র থেকেই সেই বিষয়গুলি জানতে চায় ইডি। এদিকে, হেফাজতে জ্যোতিপ্রিয়কে দফায় দফায় জেরা করে ইডি। তবে এদিন সকালে রেশন বণ্টন মামলায় স্বাস্থ্য পরীক্ষা করাতে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। টানা সাড়ে ৪ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর জ্যোতিপ্রিয়কে ফের সিজিওতে ফিরিয়ে নিয়ে আসে ইডি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই দিনই অমিতের নাগেরবাজারের তিনটি ফ্ল্যাটেও হানা দেন ইডির আধিকারিকেরা। যদিও তিনটি ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছিল। স্ত্রী, বৃদ্ধা মা, সন্তানকে নিয়ে ছুটি কাটাতে পুরী গিয়েছিলেন অমিত। ফলে তিনটি ফ্ল্যাটের কোনওটিতেই ঢুকতে পারেননি কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। গেটের বাইরে পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত ভুবনেশ্বর থেকে বিমান ধরে কলকাতায় ফিরে আসেন অমিত। তারপর থেকেই অমিতকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি।

আরও পড়ুন- চলবে সংস্কারের কাজ! বুধবার থেকে আংশিক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জানুন বিকল্প রাস্তা