খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, ৫ জানুয়ারি চূড়ান্ত

0
3

২০২৪-এর লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে।বুধবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে উঠে এল ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

আর মাত্র কয়েক মাস বাকি পরবর্তী লোকসভা নির্বাচনের। তার আগে, বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। মঙ্গলবার তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-কে নিয়ে সর্বদল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। তার পর বুধবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। তাতে বাংলায় ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫।

বুধবার রাজ্য নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই অনুয়ায়ী, বাংলায় ভোটারের সংখ্যা যেমন ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ বেড়েছে, তেমনই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন। নতুন করে ভোটার তালিকায় নাম ঢুকেছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জনের।  আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। তার পর আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল-বিজেপি সব দলেরই প্রতিনিধিরা। বৈঠকে বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার যোগ্যতার মতো একাধিক বিষয়ের ওপর জোর দেয় সিপিএম, কংগ্রেস। উঠে আসে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গও।