শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে ফের ভাঙন বিজেপিতে। এবার খেজুরির বারাতলায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বিজেপি কর্মী-সমর্থকদের। বিজেপির কাঁথি সংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক নিখিল আড়ি সহ ৩০ জন সক্রিয় কর্মী সমর্থক এই দিন তৃণমূলে যোগদান করে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এই ঘটনায় লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে বিজেপি শিবির।
বিজেপির অভ্যন্তরীণ পলিটিক্স বিজয়া সম্মিলনীতেও দেখা গিয়েছিল। যে দিলীপ ঘোষের বিজেপি দফতরে এখন বসার জায়গা পর্যন্ত নেই, বিজয়ী সম্মিলনীতে সেই দিলীপ ঘোষকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অনুগামীরা। সোগ্লান ওঠে, ‘হাউ ইজ দ্য জোশ, দিলীপ ঘোষ’, ‘হামারা মুখ্যমন্ত্রী ক্যায়াসা হো, দিলীপ ঘোষ য্যায়সা হো’।