রকেটের গতিতে উত্থান! বাকিবুরের আরও সম্পত্তির হদিশ পেল ইডি

0
2

সময় যত গড়াচ্ছে রেশন বণ্টন মামলায় ধৃত বাকিবুর রহমানের (Bakibur Rahman) যকের ধনের সন্ধান পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা (Enforcement Directorate Officials)। এবার বাকিবুরের আরও ১৮ সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। আর বাকিবুরের সম্পত্তির বহর দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ইডি সূত্রে খবর, ব্যবসায়ী বাকিবুরের আরও ৪টি রাইস মিল, কনস্ট্রাকশন কোম্পানি এবং ব্র্যান্ডেড পোশাক বিপণন সংস্থাও রয়েছে বাকিবুরের এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 

রেশন বণ্টন মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের একাধিক হোটেল, রেস্তোরাঁ, পানশালা, কর্পোরেট অফিস, একাধিক সংস্থা, দুবাইয়ে জোড়া ফ্ল্যাট সবকিছুর খোঁজ আগেই মিলেছিল। এবার হদিশ মিলল আরও জমি ও সম্পত্তির। ইডি সূত্রে খবর, ২০০৪-২০২১ অর্থাৎ গত ১৭ বছরে রকেটের গতিতে সম্পত্তি বেড়েছে বাকিবুরের। তবে ইডি সূত্রে খবর, সবথেকে বেশি সম্পত্তি কেনা হয়েছে ২০১১ সালের পরেই। বেশিরভাগ কোম্পানির ডিরেক্টর বাকিবুর নিজে অথবা তাঁর পরিবারের সদস্যরা।

এদিকে, দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগণার আমডাঙার সাধনপুর, বাদুড়িয়া পুরসভা এলাকার পর ফের আমডাঙার দাদপুরে মিলেছে বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ। স্থানীয়দের দাবি, আমডাঙার আধাটা গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে ২০১৬ ও ২০১৮ সালে ২টি জমি কিনেছিলেন বাকিবুর। এই জমির মোট পরিমাণ ১১ বিঘা ৬ কাঠা।