আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য জয়েন্ট এক্সাম বোর্ড।
রাজ্যের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারের স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। মূলত উচ্চমাধ্যমিক পরীক্ষার পর এই পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষার দিন ঘোষণা করলেও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বোর্ডের তরফে। কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। সে বিষয়ে জানার জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbjeeb.nic.in / www.wbjeeb.in) নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- “মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বি.শৃঙ্খলা’র জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্রই”: ফের বি.স্ফোরক পুতিন