ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স, তিন উইকেট নিয়ে কী বললেন বুমরাহ?

0
3

ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন যশপ্রীত বুমরাহ। ইংরেজদের বিরুদ্ধে ১০০ রানের জয়ের নেপথ্যে রয়েছে যশপ্রতী বুমরাহ-এর তিন উইকেটের পাশাপাশি মহম্মদ শামির চার উইকট। চোটের কারণে প্রায় একবছর মাঠের বাইরে ছিলেন বুমরাহ। চোট সারিয়ে এশিয়া কাপের আগে ভারতীয় দলে সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আর দলে ফিরেই নিজের সেরা পারফরম্যান্স দিচ্ছেন বুমরাহ। আর নিজের সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছ্বসিত তিনি।

এক সাক্ষাৎকারের বুমরাহ বলেন,” আমার স্ত্রীও ক্রীড়ামাধ্যমের সঙ্গে যুক্ত। তাই জানি আমার কেরিয়ারের উপর কত ধরনের প্রশ্ন উঠেছিল। যে সময়টা পার হয়ে গিয়েছে, সেটা আর ফিরবে না। তবে সেটা নিয়ে আমি হতাশ নই। এখন আমি খুশি। চোট সারিয়ে ফিরে এসে আবার খেলতে পারছি। আমি বুঝতে পারছি যে, এই খেলাটাকে কতটা ভালবাসি। তাড়াহুড়ো করতে রাজি ছিলাম না আমি। চোট সারিয়ে ফিরে এসে খেলাটাকে উপভোগ করতে চাইছিলাম। ইতিবাচক মানসিকতা রাখতে চাইছিলাম আমি।”

এদিকে চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত ছটা ম‍্যাচের মধ‍্যে ছটাতেই জয়। বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে টিম ইন্ডিয়া। এই নিয়ে বুমরাহ বলেন,” ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল। দ্রুত উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। মাঠে ভাল ফিল্ডিং প্রয়োজন ছিল। সেটা আমরা করেছি। তাই ম্যাচের ফল নিয়ে আমরা খুশি।”

এদিকে লখনৌ থেকে সোমবারই মু্ম্বই পৌঁছে গেলেন রোহিত শর্মা অ্যান্ড কোং। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ।

আরও পড়ুন:রেকর্ড অষ্টমবার ব্যালন ডি’অর জয় মেসির