ডে.ঙ্গিতে আ.ক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শ্রীজাত

0
3

ডেঙ্গি আক্রান্ত কবি তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay)। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গি পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই মঙ্গলবার সকালে কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

শোনা যাচ্ছে, গত তিন-চারদিন ধরে শ্রীজাতর প্রবল জ্বর ছিল। কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছিল না। তাই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসতেই তড়িঘড়ি লেখক-পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন শ্রীজাত। প্লেটলেট কাউন্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

আরও পড়ুন- ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পে দারুন সাফল্য! সর্বাধিক দু.র্ঘটনাগ্রস্ত রাজ্যের তালিকায় বাদ গেল বাংলা