হাতে সাড়া মেলেনি! ৩ রাজ্যে একলা চলার সিদ্ধান্ত বামেদের

0
1

বঙ্গের গলাগলি, আর বাইরে গেলেই আর লালে হাত রাখছে না কংগ্রেস। আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) থেকে সাড়া না পেয়ে ৩ রাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিল বামেরা। রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে একা লড়বে সিপিএম, সিপিআই-সব বামদলগুলি।

৩ রাজ্যের মধ্যে রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় কংগ্রেস (Congress)। মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার মরিয়া চেষ্টা করছে হাত শিবির। এই তিন রাজ্যেই কিছু কিছু জায়গায় বামেদের সংগঠন শক্তিশালী রয়েছে। নকশাল প্রভাবিত ছত্তিশগড় ও রাজস্থানও লালেদের প্রভাব রয়েছে। রাজস্থানে সিপিএমের বিধায়কও রয়েছেন। এই তিন রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছিল বামেরা। তবে, তাদের সঙ্গে হাত মেলাতে রাজি হয়নি কংগ্রেস। শেষ পর্যন্ত তিন রাজ্যে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

এই পরিস্থিতিতে রাজস্থানে ১৭, মধ্যপ্রদেশে ৪ এবং ছত্তিশগড়ে ৩টি আসনে প্রার্থী দিচ্ছে বামেরা। তবে, তেলেঙ্গানার আশা এখনও ছাড়েনি তারা। সেখানে সমঝোতা নিয়ে এখনও চেষ্টা চলছে। এখন কোন অঙ্কে সমঝোতা হয় সেটাই দেখার।