হাসপাতাল থেকে ছুটি, জ্যেতিপ্রিয়কে হেফাজতে নিয়ে সোজা সিজিও-তে ED

0
1

জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা এখন স্থিতিশীল। সোমবার রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। সোমবার বিকেলেই মেডিক্যাল বোর্ডের জরুরি বৈঠকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এ খবর। গত শুক্রবার আদালতে অসুস্থ হয়ে পড়ায় ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তারপর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েকদিনে একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের।

এদিন হাসপাতাল থেকে হেঁটেই বেরোন জ্যোতিপ্রিয় মল্লিক। এর পর তাঁকে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা ৭ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে তাঁকে নিয়ে পৌঁছন ইডির আধিকারিকেরা। আদালতের নির্দেশে, এ বার মন্ত্রীর ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ শুরু হল। জ্যোতিপ্রিয়কে নিয়ে সিজিও-তে পৌঁছনোর কিছু ক্ষণের মধ্যেই ইডি দফতরে যান তাঁর দাদা দেবপ্রিয় মল্লিক এবং বালু-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক।

আরও পড়ুন- আবগারি দু.র্নীতি মা.মলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব ইডির