বীরভূমে ভূমি.কম্প, রিখটার স্কেলে ক.ম্পনের তী.ব্রতা ৩.৭!

0
1

কেঁপে উঠলো বীরভূমের (Earthquake in Birbhum) লাল মাটি। মঙ্গলের ভোররাতে আচমকাই কম্পন অনুভূত হয় বীরভূমের বিভিন্ন জায়গায়। ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। সিসমোগ্রাফ বলছে কম্পনের মাত্রা ছিল ৩.৭। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের দুমকা (dumka, Jharkhand) এলাকায় কম্পনের উৎসস্থল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। সিউড়ি থেকে ৬২ কিমি দূরে প্রায় ৫ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনের জেরে আতঙ্ক তৈরি হয়েছে।