বাদুড়িয়ায় ‘ডান্স বার’ করতে ৩০০ কাঠা জমি জ.বরদখল, নাটের গুরু বাকিবুর!

0
1

রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বাকিবুর রহমান ‘ডান্স বার’ করতে চেয়েছিলেন বলে অভিযোগ। এমনই দাবি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টটরেটের তদন্তকারীরা ।কোথায় জানেন? উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। এমনই অভিযোগ স্থানীয় মানুষের।

বাধা হয়ে দাঁড়ান তৎকালীন পুরপ্রধান তুষার সিং। স্থানীয় মানুষও আপত্তি জানান। ফলে পরিকল্পনা বদলে প্রায় ৩০০ কাঠা জমির উপরে গম, চাল, আটা রাখার গুদাম তৈরি করেন বাকিবুর! স্থানীয়দের অভিযোগ, কারও কারও জমি ভয় দেখিয়ে কার্যত জলের দামে কিনে নেওয়া হয় বলে অভিযোগ। সেখানে স্থানীয় মানুষকে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু কেউ কাজ পাননি।বাদুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় বাকিবুরের এই সম্পত্তির হদিশ মিলেছে। পুলিশ-প্রশাসনের একটি সুত্রে জানা গিয়েছে, ২০১৩-১৪ সালে এই জমির কিছুটা কেনেন বাকিবুর। কিছু অংশ দখলের অভিযোগ ওঠে। সব মিলিয়ে জমির পরিমাণ প্রায় ৩০০ কাঠা (১৫ বিঘা)।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্মশানের উল্টো দিকে ‘ভুটানের বাগান’ বলে পরিচিত জমির ভিতরে একটি পুকুর ছিল। সেটি মাটি ফেলে বেআইনি ভাবে দিব্যি ভরাট করা হয়। ওই জমিতে থাকা কয়েক জনকে কাজ দেওয়ার আশ্বাস দিলেও, তা আজও দিনের আলো দেখেনি। জায়গাটা উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবে মাঝে মাঝে লরিতে করে চাল, গম, আটার বস্তা ঢুকতে দেখেছেন বলে জানালেন পাড়া-পড়শিরা।