টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা WBIDC-কে। সিঙ্গুর (Singur) মামলায় সোমবার এই নির্দেশ দিয়েছে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইবুনাল। একই সঙ্গে ২০১৬ সালের সেপেম্বর থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ১১ শতাংশ হারে সুদও দিতে হবে রাজ্যকে। মামলার খরচ বাবদ জমা দিতে হবে আরও ১ কোটি টাকা।
সিঙ্গুর (Singur) অধিগ্রহণ মামলায় ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, সিঙ্গুরে তৎকালীন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ বেআইনি ছিল। এরপর অধিগৃহীত জমির পুরোটাই ফিরিয়ে দেয় টাটা গোষ্ঠী। তবে, দীর্ঘদিন ধরে তিন সদস্যর বেঞ্চে এই মামলা চলছিল। টাটা মোটরস লিমিটেড এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Developement Corporation) ছিল দুটি পক্ষ। এদিন আরবিট্রাল ট্রাইব্যুনাল রাজ্যকে নির্দেশ দিল, টাটা গোষ্ঠীকে অর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যের তরফে কোনও পদক্ষেপ করা হবে কি না তা এখনও জানানো হয়নি। তবে, আইন অনুযায়ী এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারে রাজ্য।