বিশ্বকাপে ভারতের প্রতি ম্যাচের শেষে থাকছে এক বিশেষ পুরস্কার। প্রতি ম্যাচের শেষে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেঁছে নিচ্ছে সেই ম্যাচে দলের সেরা ফিল্ডারকে। ইংল্যান্ড ম্যাচের শেষেও তা অন্যথা হলো না। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর বিশেষ চমকের সঙ্গে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।
ম্যাচের পর ড্রেসিংরুমে দলের পারফরম্যান্সের প্রশংসা করেন ফিল্ডিং কোচ। এরপর আলাদা করে প্রশংসা করেন বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজা-মহম্মদ সিরাজের। প্রশংসা করেন দলের উইকেটরক্ষক ব্যাটার কে এল রাহুলের। তবে তখনও সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেননি টি দিলীপ। এরপরই সকল ক্রিকেটারকে স্টেডিয়ামে যেতে বলেন। আর তখনই দর্শকাসনে ভেসে ওঠে রাহুলের নাম। চিৎকারের ফেটে পরে গোটা মাঠ।
View this post on Instagram
বিশ্বকাপে নতুন পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এর আগেও এই পুরস্কার পেয়েছেন রাহুল। রাহুল ছাড়া পেয়েছেন বিরাট-শার্দুল-জাড্ডু-শ্রেয়াস। রাহুলের গলায় মেডেল উঠল দু’বার।
আরও পড়ুন:হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, সেমিফাইনালে কি পাওয়া যাবে দলের সহ-অধিনায়ককে?