দেশের উৎপাদনশীলতাকে বাড়াতে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে যুব সম্প্রদায়কে। অর্থাৎ সপ্তাহে দু’দিন ছুটি থাকলে প্রতিদিন ১৪ ঘণ্টা কাজ করতে হবে ভারতের যুব সম্প্রদায়কে। এই পরিশ্রম করতে না পারার কারণেই অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে পাল্লা দিতে পারছে না ভারত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভারতের দ্বিতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।
তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই ক্ষুব্ধ নেটিজেনরা। দেশের তরুণ প্রজন্মকে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়ে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়লেন নারায়ন মূর্তি। তার এই মন্তব্যের সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “নারায়ণ মূর্তি কর্মীদের জন্য সপ্তাহে ৭০ ঘন্টা কাজের সময় নির্ধারণ করেছেন। তাকে কোম্পানির ৭০ শতাংশ মুনাফাও কর্মচারীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারণ করতে দিন যারা এর জন্য স্বেচ্ছাসেবক এবং তাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করে। অন্যথায় এটা হবে উৎপাদনশীলতার নামে দাসত্বের প্রত্যাবর্তন।”
আরও পড়ুন- পশ্চিম বর্ধমানের সালানপুরে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, পু.ড়ে ছাই বাইকের শোরুম