অন্ধ্রপ্রদেশে লোকাল ট্রেনের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের ধা.ক্কায় মৃ.ত বেড়ে ৮, শো.কপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

ফের ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে। প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি এক্সপ্রেস ট্রেনের। তাতে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় ৩০। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকার্য। অন্ধ্রপ্রদেশের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের দ্রুত উদ্ধারের দাবি জানানোর পাশাপাশি মৃত যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে। এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা প্রায় ৩০ বলে খবর।

আরও পড়ুন-  ‘এক দেশ এক ভোট’ দূরস্ত, সাফ জানিয়ে দিল জাতীয় আইন কমিশন