কীভাবে আগামী দিনে মানুষ মনে রাখবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhandu Adhikari)? নিজের X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে দলবদলু নেতাকে তীব্র খোঁচা তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, সকালে শুভেন্দুকে বাংলা প্রবাদ “চোর মায়ের বড়ো গলা”-এর পোস্টার চাইল্ড বলে কটাক্ষ করেন কুণাল। তাঁকে রাজনৈতিক গিরগিটি বলে তীব্র আক্রমণ করেন তিনি।
বিভিন্ন সময়ে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। অথচ সারদা থেকে নারদ- সব মামলাতেই নাম জড়িয়েছে শুভেন্দুর। তবে, ‘বিজেপি-ওয়াশিং মেশিনে’ গিয়ে তিনি ‘সাদা’ হয়ে গিয়েছেন- অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে “চোর মায়ের বড়ো গলা”-র প্রকৃষ্ট উদাহরণ বলে আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। তিনি লেখেন,
“রাজনীতির সাম্রাজ্যে আনুগত্যই যেখানে ধর্ম,
সেখানে শুভেন্দু অধিকারী অদ্ভূত।
বিশ্বাসঘাতকের ছলনা ক্যামেরায় ধরা পড়ল,
নারদ স্টিং অপারেশনে তাঁর মুখ পুড়ল।“
শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেন সারদা-কর্তা সুদীপ্ত সেনও। সেই কথাও কবিতায় লেখেন কুণাল (Kunal Ghosh)। নৈতিকতাকে বিসর্জন দিয়ে দলবদলু নেতা নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরেছে সে- অভিযোগ কবিতায়।
LoP @SuvenduWB has become the poster child of the Bengali proverb, ‘চোরের মায়ের বড়ো গলা’. Well, in case you were wondering, this is what the people of Bengal will remember you as:
In the realm of politics, where loyalty’s the creed,
Suvendu Adhikari stands, a curious case… https://t.co/FaywAMTwzb— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 30, 2023
কুণাল তাঁর পোস্টে লেখেন, বিজেপির নেতাদের তুষ্ট করতে বাংলার মানুষকে বঞ্চিত করছে বিরোধী দলনেতা। এরপরেই কুণালের মোক্ষম খোঁচা-
“তাই, দেয়ালে টাঙানো আয়নাকে এখন আমরা প্রশ্ন করি,
সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে? উত্তর, দেশ জানে।
শুভেন্দু অধিকারী, এমন একটি নাম ইতিহাস বহন করবে,
এক বিরল রাজনৈতিক গিরগিটি”