বের করা আনা হল ICU থেকে! কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক?

0
2

শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick)। রবিবার রাতেই তাঁকে হাসপাতালের ICU বিভাগ থেকে সরিয়ে এনে রাখা হয়েছে হাসপাতালের পার্সোনাল কেবিনে (Personal Cabin)। এদিকে জ্যোতিপ্রিয়র শরীরে আর কী সমস্যা রয়েছে তার হদিশ পেতেই  নানা রকম পরীক্ষানিরীক্ষা করেছিলেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই সেই সব পরীক্ষার রিপোর্টও হাতে এসেছে। তারপরেই জ্যোতিপ্রিয়কে ক্রিটিকাল কেয়ার থেকে বার করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে রবিরারের মেডিকেল রিপোর্ট নিয়ে সোমবার আদালতে যাবে ইডি (ED)। সেখানে কী নির্দেশ হয় তার উপর মূলত নির্ভর করবে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখনও কিছু পরীক্ষা নিরীক্ষা করা বাকি রয়েছে জ্যোতিপ্রিয়র। উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় বৃহস্পতিবার গভীর রাত ২টো ৪০ মিনিট নাগাদ মন্ত্রী জ্যোতিপ্রিয়কে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি। পরের দিন, অর্থাৎ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়। কিন্তু শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। আদালতের নির্দেশেই তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তার পরে ওই রাতেই বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয় মন্ত্রীকে।

যদিও হাসপাতাল সূত্রে খবর, এখনও মন্ত্রীর আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার। তাই মন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া হবে কবে, তা এখনও স্পষ্ট নয়।