হরিদেবপুরে ডেপুটি কমিশনারের ঝু.লন্ত দেহ উদ্ধার ঘিরে চা.ঞ্চল্য

0
3

হরিদেবপুরে (Haridevpur) ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আভাস কুমার পাল (Avas kumar Paul)। তিনি কেন্দ্রীয় সরকারের কমার্শিয়াল ট্যাক্স বিভাগে ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে একাই হরিদেবপুরের আর এন টেগোর রোডে নিজের বাড়িতে ফেরেন আভাস।

বিকেলের দিকে বাড়িতে গিয়ে এক প্রতিবেশি দেখেন, দরজা ভিতরে থেকে বন্ধ। কোনও সাড়াশব্দ নেই। আভাসের স্ত্রীকে খবর দেন তিনি। সন্দেহ হওয়াতে ১০০ ডায়ালে ফোন যায় লালবাজারে।

ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানা পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, গলায় গামছা ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন ওই ব্যক্তি! দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা অনুমান পুলিশের।