পুজোর দীর্ঘ ১৮ দিন ছুটির পরে খুলেছে রাজ্য সরকারি (State Government) দফতর। সোমবার, সকাল থেকেই সরকারি দফতরগুলিতে কর্ম তৎপরতার চেনা ছবি ধরা পড়ে। চলে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের পালা। তবে, ছুটি কিন্তু এখানেই শেষ নয়। তবে, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো , গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে নভেম্বর মাসে আরও ১৩ দিন ছুটি রয়েছে।

১২ নভেম্বর কালীপুজো। সে দিন রবিবার। ফলে ছুটি মার যাওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার (State Government) কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি। একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। তবে, দুই ছুটি মিলে যাওয়ায় আপসোস নেই। ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন।

এ বার ছটপুজোও রবিবার। ফলে রাজ্যে ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে ২০ নভেম্বর, সোমবার। সেই হিসাবে ১৮ থেকে ২০ নভেম্বর টানা ছুটি। গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর। সেটা সোমবার হওয়ায় টানা তিন দিন ছুটি পাবেন অনেক সরকারি কর্মীরা।





































































































































