ভয়াবহ অগ্নিকাণ্ড বাস ডিপোয়, দাউদাউ করে জ্বলল ৪০টি বাস

0
2

বেঙ্গালুরুর বাস ডিপোয় ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলল ৪০টি বাস। ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আগুন। সোমবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর বীরভদ্র নগরের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

পুলিশ জানিয়েছে, কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি। পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান করছেন, শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন দমকল বাহিনীর ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ৪০টি বাস পুড়ে যাওয়ায় বিশাল অঙ্কের টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।