পুজোয় ম.দ বিক্রিতে রেকর্ড আয়! নবমীতেই লক্ষ্মীলাভ আবগারি দফতরের

0
1

দুর্গাপুজোয় দেদার খানাপিনা চলে বাংলা জুড়ে। আর উৎসবের মরসুমে খাওয়ার পাশাপাশি চলে পানও। আর এবার পুজোর কদিন ছিল না কোনও ড্রাই ডে (Dry Day)। আর তার জেরে দেদার বিক্রি হয়েছে মদ। পুজোর পাঁচদিনে রাজ্যের আয় ৬০০ কোটি ছাড়াল। গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, সপ্তমী ও নবমীতে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। তবে, এই বিক্রিতে এগিয়ে বিদেশি মদ, পিছিয়ে পড়ছে বাংলা মদ। আর বাতাসে হিমেল আমেজ থাকায় বিয়ারের বিক্রিও তুলনামূলকভাবে কম হয়েছে। আবার উল্লেখযোগ্যভাবে এবারের পুজোয় বেশি হয়েছে বেশি দামি মদ। মদ থেকে সপ্তমীতে আয় হয়েছে ১৫০ কোটির বেশি। আর পুজোয় সব থেকে বেশি আয় হয়েছে নবমীতে। সেদিন আয় হয়েছে প্রায় ২০০ কোটি।

আবগারি দফতর (Excise Department) সূত্রে খবর, অক্টোবর মাস জুড়ে এখনও পর্যন্ত তাদের আয় হয়েছে প্রায় হাজার কোটি। আফগারি দফতর চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১০ হাজার কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে। গত আর্থিক বছরের তুলনায় এবার ২০ শতাংশ মুনাফা বাড়বে বলে আশা আবগারি দফতরের (Excise Department)।