দিল্লির আবগারী দুর্নীতি মামলায় এবার বড়সড় মোড়। সিবিআইয়ের পর এবার দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী বৃহস্পতিবার যাবতীয় প্রয়োজনীয় নথি পত্র নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

দিল্লির আবগারী দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং গ্রেফতার হয়েছেন। এবার কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি এই মামলায় তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ম্যারাথন জেরা করে সিবিআই। এই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে ইডি। এই মামলাতেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আলিপুর জেল মিউজিয়ামে সংরক্ষণ করা হবে চালতাবাগান সর্বজনীনের দুর্গা মূর্তি




































































































































