১) ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ের রথ ছুটছে ভারতের। লখনৌতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব। একাই চার উইকেট নিলেন শামি।

২) মাঠেই মৃত্যু হল ২৯ বছরের আইস হকি খেলোয়াড় অ্যাডাম জনসন। নটিংহ্যাম বনাম শেফিল্ড স্টিলার্সের মধ্যে ছিল ম্যাচ। নটিংহ্যাম প্যান্থার্সের হয়ে খেলতেন জনসন। জানা যাচ্ছে, জনসনের ঘাড় কেটে যায় স্কেটের ব্লেডে। আর তাতেই মৃত্যু হয় জনসনের।

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির বিরাট কোহলির। শূন্যরানে আউট হতে আরও একটি নজির গড়েন কোহলি। বিশ্বকাপে প্রথম শূন্যরান কোহলির।
৪) ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করেন রোহিত শর্মা। এই রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রান পূরণ করলেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসাবে দেশকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

৫) একেবারে নিজের মেজাজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহি। সেখানে শুধু ভারতীয় দল নয় প্রেম-ভালোবাসা নিয়ে কথা বলেন ধোনি। থুরি, বলা ভালো অবিবাহিত পুরুষদের প্রেম করা নিয়ে পরামর্শ দেন ক্যাপ্টেন কুল। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল।
আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: Breakfast news









































































































































