কোহলির জন্মদিনে বিরাট চমক ইডেনে, কেকের পাশাপাশি থাকছে লেজার শো : সূত্র

0
1

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় দলের। এখনও পযর্ন্ত ছটা ম‍্যাচের মধ‍্যে ছটাতেই জয়। ঘরের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দারুণ ছন্দে ভারতের রান মেশিন বিরাট কোহলিও। ৫ নভেম্বর বিরাটের জন্মদিন। আর ওই দিন বিশ্বকাপের ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। আর সূত্রের খবর, সেই ম্যাচে ইডেনে জন্মদিনের কেক কাটবেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে থাকছে একাধিক চমক।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপের ম্যাচের আগে কোহলির জন্য বিশেষ কেকের ব্যবস্থা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এছাড়াও জানা যাচ্ছে,৭০,০০০ বিরাট কোহলির মাস্ক বিতরণ করা হবে সমর্থকদের মধ্যে। শুধু কেক কিংবা মাস্ক নয়। কোহলির জন্মদিনে বিরাট ব্যবস্থা করতে চলেছে সিএবি। ম্যাচ শেষে লেজার শো এবং দুর্দান্ত আতসবাজির ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। লেজার লাইটের মাধ্যমে ‘শুভ জন্মদিন বিরাট’-ও ফুটে উঠবে বলে জানা যাচ্ছে।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। ইংল‍্যান্ড ম‍্যাচ বাদ দিয়ে বিশ্বকাপে এখনও পযর্ন্ত সব ম‍্যাচেই রান পেয়েছেন বিরাট।

আরও পড়ুন:ফের একবার সেরা ফিল্ডার রাহুল, নাম প্রকাশে থাকলো বিশেষ চমক