গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হল বারুইপুরে নৃশংস হত্যাকাণ্ডের অভিযুক্ত। ধৃতের নাম রবীন মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে তাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।
বারুইপুর থানার অন্তর্গত উত্তর মনসাতলার বাসিন্দা রবীন মণ্ডলের বছর কুড়ি আগে বিয়ে হয় ওই গ্রামেরই বাসিন্দা অঞ্জলির। বেআইনিভাবে মদের কারবারি রবীন স্ত্রী-সন্তানদের উপর মদ্যপ অবস্থায় অত্যাচার করত। গুণধর রবীন আগেও বেশ কয়েকবার জেল খেটেছে। পুজোর কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরে সে।
ফের স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। দশমীর দিন শেষবার প্রতিবেশিরা চিৎকার চেঁচামেচির আওয়াজ পান। তার পর থেকে আর অঞ্জলিকে দেখতে পাননি কেউ। বাপের বাড়ির লোকজনও অঞ্জলির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এর পর খুঁজতে খুঁজতে ছাগল রাখার ঘরের মাটি খুঁড়ে অঞ্জলির দেহ উদ্ধার হয়। বিষয়টা জানাজানি হতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল সে।