৫ নভেম্বর ইডেনে মহারণ। আগামী রবিবার ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপে ভারতের ম্যাচ। ভারতের সামনে দক্ষিণ আফ্রিক। এই ম্যাচকে ঘিরে চরতে শুরু করেছে উন্মাদনার পারদ। আর জানা যাচ্ছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আয়োজনে বিশেষ চমক দিতে চলেছে সিএবি। সূত্রের খবর এই ম্যাচ দেখতে ররিবার শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে শহরে আসতে পারেন তিনি। ইতিমধ্যেই অমিত শাহ’র কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে সিএবি।
পরপর ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। একটাও টিকিট পড়ে নেই। এর মধ্যেই অমিত শাহের আসার খব পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের ম্যাচ দেখতে এর আগেও ইডেনে এসেছেন অমিত শাহ। তবে সেটা ছিল টেস্ট ম্যাচ। ভারত বনাম বাংলাদেশের সেই ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ইডেনে বসে দেখেছিলেন অমিত শাহ। আর এবার বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে তাঁকে।
সিএবি সূত্রে খবর, অমিত শাহ নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও জানিয়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে সিএবির পক্ষ থেকে এখনই সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন পাঠানো হয়েছিল অভিনেতা অমিতাভ বচ্চনকেও। তবে তিনি অসুস্থতার জন্য থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। এছাড়াও সূত্রের খবর, আরও অনেক ব্যক্তিত্বকে এই ম্যাচের আমন্ত্রণ পাঠানো হয়েছে। এখন দেখার কারা কারা আসেন এই হাইভোল্টেজ ম্যাচে।
আরও পড়ুন:কোহলির জন্মদিনে বিরাট চমক ইডেনে, কেকের পাশাপাশি থাকছে লেজার শো : সূত্র