চলতি বিশ্বকাপে নজির গড়লেন বিরাট কোহলি। এ এমন নজির, যা হয়তো গড়তে চাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। টসে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমে শূন্যরানে আউট হন বিরাট। আর শূন্যরানে আউট হতেই লজ্জার নজির গড়লেন তিনি। গত তিনটি বিশ্বকাপের একটি ম্যাচেও খালি হাতে ফিরতে হয়নি বিরাটকে। চলতি বিশ্বকাপেও রবিবারের আগে কোন ম্যাচে খালি হাতে ফেরেননি কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিকে সাজঘরে ফিরতে হল খালি হাতে। করলেন শূন্যরান।
বিশ্বকাপের কোনও ম্যাচে এই প্রথম শূন্য রানে আউট হলেন বিরাট। রবিবার ইংল্যান্ডের ডেভিড উইলির বলে বেন স্টোকসের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৯টি বল খেললেও এদিন রান করতে পারেননি বিরাট। চলতি বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে কোহলি যথাক্রমে করেছেন ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫ রান। এদিন শূন্যরানে আউট হতে আরও একটি নজির গড়েন কোহলি। যেখানে ছুঁয়ে ফেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে। এদিন শূন্যরানে আউট হতেই ভারতীয় দলের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হলেন কোহলি। লজ্জার এই রেকর্ডে কোহলি ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে। সচিনও ভারতের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন। তিনি ৩৪টি শূন্য করেছিলেন ৭৮২টি ইনিংসে। বিরাট ৩৪টি শূন্য করলেন ৫৬৯টি ইনিংসে।
আরও পড়ুন:দুরন্ত ইনিংস রোহিত-সূর্যর, ইংল্যান্ডের সামনে ২৩০ রানের লক্ষ্য রাখল টিম ইন্ডিয়া