খেলার মাঠে ঘটল মর্মান্তিক ঘটনা। মাঠেই মৃত্যু হল ২৯ বছরের আইস হকি খেলোয়াড় অ্যাডাম জনসন। নটিংহ্যাম বনাম শেফিল্ড স্টিলার্সের মধ্যে ছিল ম্যাচ। সেই ম্যাচেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা। নটিংহ্যাম প্যান্থার্সের হয়ে খেলতেন জনসন। জানা যাচ্ছে, জনসনের ঘাড় কেটে যায় স্কেটের ব্লেডে। আর তাতেই মৃত্যু হয় জনসনের।
ঘটনাটি ঘটে ম্যাচের ৩৫ মিনিটের মাথায়। সেই সময় খেলা বন্ধ হয়ে যায়। বরফের উপরেই চিকিৎসকেরা আসেন। কিন্তু জনসনকে বাঁচানো যায়নি। জানা যাচ্ছে, শনিবার যখন স্কেটের ব্লেডে জনসনের ঘাড় কেটে যায়, সঙ্গে সঙ্গে বাকি খেলোয়াড়েরা তাঁকে ঘিরে ফেলেন। দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে, দর্শকদের চোখের আড়ালে তাঁকে নিয়ে যাওয়া হয়। লকার রুমে নিয়ে যাওয়া হয় জনসনকে। ম্যাচ দেখতে আসা সমর্থকদের স্টেডিয়াম থেকে বার করে দেওয়া হয়। এই নিয়ে জনসনের ক্লাব নটিংহ্যামের তরফ থেকে বলা হয়, “আমাদের দল ওর অভাব অনুভব করবে। জনসনকে ভোলা যাবে না। ৪৭তম জার্সি পরে খেলত ও। শুধু ভাল খেলোয়াড় নয়, ভাল মানুষও ছিল। জনসনের পরিবারকে সমবেদনা জানাই। ওর কাছের মানুষদের সকলের জন্যই কঠিন সময়। জনসনের এই ঘটনায় আমরা স্তম্ভিত।”
আরও পড়ুন:ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন বিরাট